নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি- এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে মাদক ব্যবসায়ী, মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার মাহামুদকাঠী বাজারে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, নেছারাবাদ উপজেলায় মাদকের কোন স্থান নেই। উপজেলাব্যাপী মাদকের বিরুদ্ধে গণসচেতনতা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ক্লাসে শিক্ষকদের এ নিয়ে আলোচনা করার পরামর্শ দেওয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিটি নাগরিক সহযোগিতা করার দাবি জানান।
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, উপজেলা মহিলাদলের নেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাঈমুল ইসলাম, স্বরূপকাঠি ছাত্র সমিতির সভাপতি নিয়াজ মাহমুদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি নেতা আসিফ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available