নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড এলাকায় একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মালামালসহ অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দক্ষিণ বালুখন্ড ব্রিজের পাশে মসজিদের সাথে অবস্থিত মুদি দোকানটি ১৪ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১০টার দিকে বন্ধ করে বাসায় আসেন দোকান মালিক আরিফ হোসেন। রাত দেড়টার দিকে এলাকার লোকজন বাড়িতে এসে আরিফকে ডাকতে থাকেন। পাশাপাশি মসজিদের মাইকে মাইকিং করে বলা হয়, ‘আগুন লেগেছে তাই সবাই আগুন নেভাতে সহযোগিতা করুন।’
এলাকাবাসী এগিয়ে এসে একঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নেভাতে পারেননি৷একপর্যায়ে দোকানে থাকা মুদি মালামাল, গ্যাস সিলিন্ডারসহ অনান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
দোকান মালিক আরিফ এশিয়ান টেলিভিশনকে জানান, ‘একবছর আগে লোন নিয়ে ও নিজের কিছু পুঁজি দিয়ে মুদি দোকানটি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন৷ দোকানে থাকা মালামাল ও আসবাবপত্রসহ সবমিলিয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগুন কীভাবে লেগেছে কেউ দেখেনি৷তবে দোকানটি পাটাতন ছিল, দোকানের নিচে কিছু আলামত পাওয়া গেছে। পুরনো কাপড় পেঁচানো একটি লাঠি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।‘
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available