রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে ৫৯তম জশনে জুলুস (শোভাযাত্রা) বের করা হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মুস্তফা নঈমী আশরাফী নকশবন্দী।
১৫ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৯টার দিকে দরবারের হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত জুলুসটি দরবার প্রাঙ্গণ থেকে বের করা হয়। পরে রাঙ্গুনিয়া কলেজ গেইট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পোমরা ইউনিয়নের জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
জুলুসে কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, বিভিন্ন ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগান দিয়ে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available