সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও ১৬ বোতল বিয়ারসহ ১১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর রোববার ভোররাত পর্যন্ত সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, খাড়াই গ্রামের মো. কাচা মিয়ার পুত্র মো. লায়েক আহম্মদ (৩২), লক্ষন সোমের হারিছ আলীর পুত্র এনামুল হাসান (২০), জাউয়াবাজারের আব্দুল হকের পুত্র মো. আজহার উদ্দিন (১৯), মৃত আবুল কালামের পুত্র মো. আনোয়ার হোসেন, মো. সবুর মিয়ার পুত্র নাজিম উদ্দিন (২২), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপি’র যোগিরগাঁওয়ের আব্দুল করিমের পুত্র মো. জহিরুল হক (৩৮), নায়র মিয়ার পুত্র কফিল মিয়া (৩৪), বোরহান উদ্দিনের পুত্র জুয়েল আহম্মদ (২০), আব্দুল লতিফের পুত্র মো. জুলহাস (৪০), বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গুচ্ছ গ্রামের মতি মিয়ার পুত্র মো. খুরশেদ মিয়া ও ধনপুন ইউপির রাজাপুর গ্রামের আমছর আলীর পুত্র গোলাপ মিয়া (৪৩)।
এ বিষয়ে র্যাবের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available