ফয়সাল আজম অপু: ককটেল নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং। গত কয়েক দিন ধরে জেলা শহরের নিমতলা মোড়, কলোনীপাড়া মোড়, ফকিরপাড়া, আরামবাগ এলকায় তান্ডব চালাচ্ছে কিশোর গ্যাং।
২ এপ্রিল রোববার রাতে শহরের নিমতলা মোড় এলাকায় হঠাৎই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকজন কিশোর ৮টি ককটেল রাস্তায় নিক্ষেপ করে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে। অবিস্ফোরিত চারটি ককটলে উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের ম্যাথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর ককটেলগুলো নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, দুইপাড়ার মধ্যে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা সবাই কিশোর বয়সী।
সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নয়ন জামাল উদ্দিন নাসের নামে এক ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ঠিকাদারের ব্যবস্থাপককে মারধর, ককটেল বিস্ফোরণ ও সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। এমন অভিযোগে থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক আধিপত্য, এলাকার আধিপত্য, পারিবারিক রেষ, ব্যক্তিগত দ্বন্দে ব্যবহার হচ্ছে ককটেল। লাল-কালো স্কচটেপ দিয়ে মোড়নো ‘ককটেল’ ব্যবহার হচ্ছে সব বিরোধে। তিন দশক ধরে চাঁপাইনবাবগঞ্জে এই ককটেলের কারবার চলছে।
ভারত থেকে চোরাইপথে আসা বিস্ফোরক, সঙ্গে পাথরের টুকরা, লোহা, পেরেক ও কাচের টুকরো মিশিয়ে বানানো হয় ককটেল। জর্দার কৌটায় ভরে স্কচটেপ জড়িয়ে হাসতে-খেলতে ককটেল বানাতে পারে কারিগররা। সম্প্রতি শহরের কিশোর গ্যাংয়ের সদস্যরাও ককটেল ব্যবহার শুরু করেছে। তারাও বানাচ্ছে ককটেল। ককটেল হাতে শহরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে ককটলের ব্যবহার হচ্ছে। প্রতিপক্ষের ওপর হামলা করতে এই এলাকার মানুষ ককটেলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ জেলার অনেক মানুষ ককটেল বানাতে পারে। ২ এপ্রিল রোববার রাতে যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা সবাই কিশোর বয়সী। সামনে নির্বাচন এটি পুলিশেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ককটেলবাজ ও কারিগরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available