টাঙ্গাইল প্রতিনিধি: হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে এক দম্পতি সংবাদ সম্মেলন করেছেন।
১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য তারা বলেন, ইসমাইল হোসেনের সাথে শুকরীতি দাস মৌ’য়ের প্রথমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে এফিডেভিটের মাধ্যমে শুকরীতি দাস মৌ ধর্মান্তরিত হয়ে মরিয়ম আক্তার মৌ নাম গ্রহণ করেন। প্রথমে ২০২১ সালের ২৩ মার্চ আমাদের বিয়ে হয়। পরে পুনরায় আবার ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর শরিয়ত মতে বিয়ে করা হয়। কিন্তু মৌ এর পিতা মাতা ও অন্যান্য আত্মীয় স্বজন আমাদের ভয়ভীতি দেখায়। এদিকে প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা দায়ের করা হয়। এ মামলার মূল হোতা মৌ এর আত্মীয় জয়েন্তী রাণী দাস ও জুয়েল অধিকারী। তারা দুইজনেই যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ।
ইসমাইল হোসেন বলেন, আমি এবং আমার পরিবারের সদ্যদের উপর হামলার আশঙ্কা করছি। আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available