রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ১৫ সেপ্টেম্বর রোববার বেলা ১২টায় ক্লাস ছেড়ে মাঠে নেমে এ বিক্ষোভ করতে থাকে তারা।
এসময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ওসি আব্দুল জব্বার ফোর্স নিয়ে দ্রুত বিদ্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের ১১টা দাবি ছিলো। তারা লিখিত আকারে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবিগুলো দাখিল করেন। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি থাকে সেগুলো লিখিত আকারে ইউএনওর বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীরা যার যার ক্লাসে ফিরেন আসে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যায় ক্রমে পূরণ করা হচ্ছে। আমার পদত্যাগের বিষয়ে আমি জানি না। বিদ্যালয়ের প্রতিটি কাজ উপকমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available