সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যথাযথ মর্যাদার সাথে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার শহরের রেলওয়ে মাঠ থেকে বের করা হয় একটি শোভাযাত্রা।
শোভাযাত্রাটি গেট বাজার, রেলওয়ে কারখানা, বাঁশবাড়ি, আমিন মোড়, হানিফ মোড়, রেলওয়ে হাসপাতাল, কলিম মোড় হয়ে শহীদ ডা. জিকরুল হক রোড ও শেরে বাংলা সড়ক দিয়ে আবারও রেলওয়ে মাঠে এসে শেষ হয়। দীর্ঘ ৩ কিলোমিটার শোভাযাত্রাটি প্রায় ঘণ্টাব্যাপী শহর প্রদক্ষিণ করে।
এতে শহরের বিভিন্ন স্থান থেকে মসজিদের মুসল্লী, খানকাহ, মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে প্রায় লাখো মানুষ অংশ নেয়। সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকার লোকজন কলেমা খচিত ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে রেলওয়ে মাঠে জড়ো হতে থাকেন। সকল বয়সের মানুষের সমাগমে রেলওয়ে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাত্রা শেষে রেলওয়ে মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখা সভাপতি পীর গোলাম জিলানী আল কাদরী, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ আশরাফী, আঞ্জুমানে গাউসিয়া সৈয়দপুর শাখা সভাপতি হাজী নুর উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী তসলিম, আফতাব আলম জুবায়ের এমাদী, নাদিম আশরাফী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available