ধনবাড়ী (টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল করিম মিল্টনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম রাব্বানীর পরিচালনায় আলোচনা সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল করিম মিল্টন বলেন, রাসুল (সা.) এর জীবন আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ। মহানবী (সঃ) এঁর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমায় আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম রাব্বানী তার বক্তব্যে বিদ্যালয়ের ছাত্রীদের বলেন, তোমরা সকল ধরনের অপরাধমূলক কাজ ও দ্বন্দ্ব থেকে দূরে থাকবে এবং ধর্ম ও ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলার চেষ্টা করবে। রাসুলের জীবন, শৈশব, বাল্যকাল, সাংসারিক জীবন, নবুয়ত লাভ এবং তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি মুহূর্ত নিয়ে তিনি আলোচনা করেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মো. আব্দুর রশিদ। আলোচনা, মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available