সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রেলওয়ে কারখানায় অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গাছ বেয়ে রেলওয়ে কারখানার প্রাচীর টপকে ভেতরে উপকারখানায় প্রবেশ করে চুরি করে। উপ-কারখানার প্রধান নূরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
১৪ সেপ্টেম্বর শনিবার রাতে কারখানার ফাউন্ড্রি শপের ফার্নেস (চুল্লি) কেটে ৩ মেট্রিক টন লোহা ও ৪ মেট্রিক টন কয়লা চুরি করে নিয়ে যায়। ১৫ সেপ্টেম্বর রোববার সকালে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে কারখানায় বিষয়টি জানাজানি হয়।
রেল সূত্র জানায়, শুক্রবার ১৩ সেপ্টেম্বর ও শনিবার ১৪ সেপ্টেম্বর দুদিন রেলওয়ে কারখানাটি সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ থাকে। এই সুযোগে চোরেরা গাছ বেয়ে উপরে উঠে কারখানার প্রাচীর টপকে রেলওয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। রেলওয়ে কারখানায় মোট ২৬টি শপ (উপ-কারখানা) রয়েছে। এর মধ্যে কারখানার ফাউন্ড্রি শপে ঢুকে শপের ফার্নেস চুল্লি কেটে ৩ মেট্রিক টন লোহা ও ৫ মেট্রিক টন কয়লা প্রাচীর টপকে নিয়ে যায়। রেলওয়ে কারখানার সুউচ্চ প্রাচীর ও সার্বক্ষণিক নিরাপত্তা থাকা সত্বেও এভাবে চুরির বিষয়টি অনেককে অবাক করেছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ভারপ্রাপ্ত বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শেখ হাসানুজ্জামান জানান, সুউচ্চ প্রাচীর টপকে কারখানার মালামাল চুরি আমাদের বিস্মিত করেছে। বিষয়টি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available