• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্ত্রীর বিরুদ্ধে গাইবান্ধা আদালতে মামলা

৫ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৫১:৪৫

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্ত্রীর বিরুদ্ধে গাইবান্ধা আদালতে মামলা

বিদিশা সিদ্দিক

মাসুম লুমেন, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা): গাইবান্ধায় অপহরণ, নির্যাতন ও অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গাইবান্ধার আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদি গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের আতিকুর রহমান নামে এক ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০১০ সালে বিদিশা সিদ্দিকের মালিকানাধীন ঢাকায় 'এরিক বিস্ত্রো' নামে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন এবং পরে ‘বিদিশা ফাউন্ডেশন’-এ যোগ দেন।

সেই সূত্র ধরে ২০১৬ সালের শেষের দিকে বিদিশা সিদ্দিক গাইবান্ধা সদরের কাবিলের বাজারে অবস্থিত আতিকুর রহমানের বন্ধ হয়ে যাওয়া ইটভাটা পুনরায় চালু করতে টাকা বিনিয়োগ করেন। বিদিশা সিদ্দিক ইটভাটা চালু করার জন্য প্রথম পর্যায়ে ৪ কোটি ৫০ লাখ টাকা প্রদানে রাজি হন। কিস্তি প্রদানের স্বার্থে ৬০ মাস মেয়াদি প্রতিমাসে সুদ আসলে ৮ লাখ ৭০ হাজার টাকা কিস্তি প্রদানের শর্তে ৫ কোটি ২২ লাখ টাকার চেক বিদিশা সিদ্দিককে প্রদান করেন আতিকুর রহমান। এই টাকাগুলো আতিকুর রহমান বিভিন্ন সময়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিদিশা সিদ্দিকের নির্দেশে বিদিশা ফাউন্ডেশনের কাছে প্রদান করেন।

৭ মার্চ গাইবান্ধায় আতিকুরের ইটভাটায় কয়েকজন অস্ত্রধারী এসে কর্মচারীদের সামনে থেকে তাকে একটি জিপ গাড়িতে উঠতে বলেন। গাড়িতে ওঠার পর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ঢাকায় বিদিশা সিদ্দিকের গুলশানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাড়ির দোতলার একটি কক্ষে তাকে আটকে রেখে প্রচণ্ড মারধর করে অস্ত্রধারীরা। পরে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে গাইবান্ধা থেকে ভুক্তভোগী আতিকুরের ভাই এবং বাবাকে গুলশানের বাড়িতে ডেকে নেন। সেখানে তাদেরকেও শারীরিক ও মানসিক নির্যাতন করে বিদিশা সিদ্দিকের লোকজন। একপর্যায়ে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে জোর করে ৩০-৩৫টি ১০০ টাকার নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এভাবে ১০ দিন নির্যাতন ও অবরুদ্ধ থাকার পর ১৬ মার্চ মুক্তি পান ভুক্তভোগী ইটভাটা মালিক আতিকুর রহমান, তার ভাই এবং তার বাবা।

এ ব্যাপারে বিদিশা সিদ্দিকির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০