ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইলেকট্রিক জগে ডিম সিদ্ধ করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামে মো. আফজাল হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আফজাল হোসেন ছেলে মো. মনির হোসেন বলেন, সকাল ৮টায় আমার কর্মস্থল বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটে কর্মরত অবস্থায় আমার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে চলে আসি। এসময় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করি। তবে খবর দেয়ার প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের ঈশ্বরদী ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মনির আরও বলেন, আমার আলমারিতে স্ত্রীর ব্যবহৃত ৫ ভরি স্বর্ণের অলংকার এবং নগদ ৪৫ হাজার টাকাও পুরে ছাই হয়ে গেছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে মনির বলেন, ইলেকট্রিক জগ থেকে সূত্রপাত হওয়া আগুন পাশের গ্যাস সিলিন্ডারে লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে বাসাবাড়িতে। মূলত গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মনিরের ভাই শাহীন বলেন, আমাদের ৫টি বেড রুম, রুমে ব্যবহৃত ওয়্যার ড্রোব, খাট, ক্যাবিনেট, ফ্যান, ২টি রান্না ঘর, ২টি ফ্রিজ, একটি গোয়ালঘরসহ মোট প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় আগুনে প্রতিবেশী মো. নুরু’র একটি রান্না ঘরের কিছু অংশ আগুনে পোড়ার চিহ্ন দেখা গেছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আমিরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পাই সকাল ৮টা ৩৮ মিনিটে, আর ঘটনাস্থলে পৌঁছাই ৮টা ৪৬ মিনিটে। সুতরাং আমরা পৌঁছাতে দেরি করেছি সেই অভিযোগটি মিথ্যা। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ৬টি ঘরের কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে শেষ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available