• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে বসত বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

১৯ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৭:০৯

কেরানীগঞ্জে বসত বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুলাল মিয়া, তার স্ত্রী হাসিনা বেগম, মেজ ছেলে রাকিব ইসলাম, ভাগিনা, মাহাদি হাসান ইমরান ও তার ছোট বোন ইয়াসমিন বেগম গুরুতর আহত হয়েছে। আহতদের মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়িতে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দুলাল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রবিউল ঢালী, জান শরিফ ঢালী, শিপন ঢালী, করির হোসেনসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী রবিউল ঢালী, জান শরিফ ঢালী ও তার পরিবারের লোকেরা আমার বাড়ি দখলের জন্য বিভিন্ন উপায়ে নির্যাতন করছিল। নির্যাতনের বিষয়গুলো অনেক দিন সহ্য করতে না পেরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে নালিশ করেও কোনো সমাধান পাইনি তারা। হঠাৎ গত কাল সকালে তারা ১৫ থেকে ২০ জন লোক আমার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দিয়ে আঘাত করে রক্তাক্ত ও গুরুতর জখম করে। উক্ত সন্ত্রাসীরা এর আগেও আরো দুইবার আমার বাড়িত হামলা করেছিল।

হামলায় আহত মাহাদি হাসান ইমরান বলেন, আমি কাজে ছিলাম। মামার বাড়িতে হামলার কথা শুনে ঘটনাস্থলে আসা মাত্র শরিফের লোকেরা আমাকে ধরালো অস্ত্র দিয়ে আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে আমাকে মৃত ভেবে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে। আমার মাথায় আঘাতের ফলে কেটে যায় সেখানে পাঁচটি সেলাই করতে হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সরহাদ হোসেন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০