• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ১০:২৫:৪০ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সকাল ১০:২৫:৪০ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়া পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেফতার

২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৭:৫২:৪৫

কুষ্টিয়া পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাব। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাইফ-উল-হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম ও ১১ নম্বর ওয়ার্ডের আনিছ কোরাইশী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান।

ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর বলেন, আজ পৌরসভায় মাসিক মিটিং ছিল। মিটিংয়ে সব কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকজন হাজিরায় স্বাক্ষর করে চলে যান। বেলা ৩টার দিকে মিটিং শেষ করে কাউন্সিলররা বের হলে র‍্যাব তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তাদের কি কারণে নিয়ে গেছে, তা তিনি জানেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় করা মামলায় কয়েকজন কাউন্সিলর আসামি হয়েছেন। তারা আজকের মাসিক সভায় উপস্থিত হয়েছিলেন। তবে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেলা সাড়ে ১২টার দিকে তারা চলে যান।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাকৃবির নব নিযুক্ত উপাচার্যের যোগদান
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:১৯:০১








পঞ্চগড়ে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা
২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:১১