নড়াইল প্রতিনিধি: নড়াইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা দায়ের হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নড়াইলের বিজ্ঞ আমলী আদালতে মামলাটি করেন সদর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে গুলিবিদ্ধ সোহান বিশ্বাসের চাচা ও বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান।
বাদী পক্ষের আইনজীবী কাজী জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে নড়াইল সদর থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু (৫৫) কে। মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার বিশ্বাস, কলাবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র আন্জুমান আরা, জেলা যুবলীগের সভাপতি গাউছুল আজম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সদর উপজেলা যুবলীগ নেতা মিনা মরফিদুল হাসান শিল্পী, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক সপ্নিল শিকদার নীল, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সধারণ সম্পাদক ও আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ, সৈয়দ সজিবুর রহমান সজিব প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available