স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকার তৃণমূল বাসিন্দাদের চিকিৎসা সেবা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিবির (ক্যাম্প) ও জন সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা ঢাঙ্গীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প ও চোরাচালান রোধে সচেতনতামূলক সভার আয়োজন করে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-নুর-ই-আলম, ঢাঙ্গীপুকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়র সম্বন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সীমান্ত অতিক্রম না করা, মাদকদ্রব্য ও গরুসহ যে কোন চোরাচালানের সঙ্গে জড়িত না হওয়া, বাংলাদেশি লোকজন বা গবাদি পশু দ্বারা ভারতীয় কৃষকের ফসল নষ্ট না করা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে কোন ধরনের গুজব প্রচার না করা এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের অধিক উচ্চতার ফসল চাষাবাদ না করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করেন।
এছাড়া বিজিবির এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বয়সী নারী, শিশু ও পুরুষদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। এ সময় ওই এলাকার অন্তত ৮০০ জন মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available