রাঙামাটি প্রতিনিধি: কোনো প্রকার উস্কানি ছাড়াই রাঙামাটি শহরে তান্ডব চালিয়ে বাস, ট্রাক, এ্যাম্বুলেন্স, অটোরিক্সাসহ মালবাহী গাড়ি ভাংচুর ও চালকদের মেরে রক্তাক্ত করায় গাড়ির ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা খরচসহ রাঙাপানি, আসামবস্তি সড়কে ব্যাপকহারে চাঁদাবাজি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ ২১ সেপ্টেম্বর শনিবার থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের ডাক দিয়েছে রাঙামাটি পরিবহণ চালক, মালিক সমিতি কর্তৃপক্ষ।
২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে রাঙামাটিস্থ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এই কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এসময় পরিবহণ নেতারা অভিযোগ করেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরে ব্যাপক তান্ডব চালিয়ে তাদের বাস, ট্রাক, অটোরিকমা, হাইস, নোহা, অ্যাম্বুলেন্সসহ অন্তত ৩০টি যানবাহন ভাংচুর করার পাশাপাশি দুইজন অটোরিকশা চালককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে; যারা রাঙামাটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
যতক্ষণ পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করার পাশাপাশি ভাংচুর করা গাড়ির ক্ষতিপূরণ, আহত চালকদের চিকিৎসা খরচসহ গাড়ির চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না ততক্ষণ পর্যন্ত রাঙামাটিতে যাত্রী ও পণ্যবাহী সকল যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পরিবহণ শ্রমিক নেতা মিজানুর রহমান বাবু।
অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসমত উল্ল্যা।
বৈঠকে চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ, রাঙামাটি মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির আহবায়ক অলোক প্রিয় চৌধুরী রিন্টু, কার মাইক্রো চালক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক দিদারুল আলম, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সমন্বয়ক মো. সালা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available