• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৫৫:২০ (21-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৫৫:২০ (21-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৬:১৯

উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এতে দ্রুত সময়ের মধ্যে সংস্কারমনা এবং দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক-সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আসেন।

এরপর বিকেল সাড়ে ৪টা থেকে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে, ভিসি ভিসি ভিসি চাই ইবিতে ভিসি চাই, ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়, ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়, সংস্কারমনা ভিসি চাই, দুর্নীতিমুক্ত ভিসি চাই, সৎ-সাহসী ভিসি চাই, সেশনজটের মুক্তি চাই ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইবিতে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। অবিলম্বে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ঠিকমতো আমাদের ক্লাস হচ্ছে না। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা চাই, অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয়: আসিফ নজরুল
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৪৮:১৭






নানান আয়োজনে শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী পালিত
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:০৭:৩৬

নতুন বাংলাদেশে কেমন হবে আইটি খাত
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:০৫:৩৩