• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ দুপুর ০২:৩১:১৪ (21-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ দুপুর ০২:৩১:১৪ (21-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস, কর্ণফুলী নদীতে মিলল কিশোরের মরদেহ

২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৪৭:২২

অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস, কর্ণফুলী নদীতে মিলল কিশোরের মরদেহ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে এক কিশোর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার একদিন পর কর্ণফুলী নদীতে মিলল কিশোরের মৃতদেহ। তার নাম প্রীতম চক্রবর্তী (১৭)। সে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার মানিক চক্রবর্তীর ছেলে।

২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১টার দিকে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের অংশে নদীর পাড়ে প্রীতমের মরদেহটি পাওয়া যায়। ওই কিশোর কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

রাইখালী ইউপি সদস্য মো. নাছের জানান, ওই কিশোর তার পরিবারের সাথে অভিমান করে বৃহস্পতিবার ঘর থেকে বের হয়ে যায়। পরে শুক্রবার বেলা ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা অংশে নদীর পাড়ে সেই কিশোরের মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে। তবে যেহেতু দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় পাওয়া গেছে সেই থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত বলা যাবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোর পরিবারের সাথে অভিমান করে ঘর থেকে বের হওয়ার পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। যেখানে সে তার মা পরিবারের কথা ছাড়াও একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে। স্ট্যাটাসেরর শেষে লিখেছে ভালো থাকুন সবাই, ভালো থাকুক প্রিয় মানুষ, ভালো থাকুক আমার মা।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম (ওসি) জানান, ওই কিশোরের মরদেহটি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার হয়েছে। তাই আইনি প্রক্রিয়া ওখানেই সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষ হলে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোংলায় নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালিত
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:১৮:১৯


খাগড়াছড়িতে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০২:২৭

কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৫৭:৪৬


বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয়: আসিফ নজরুল
২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৪৮:১৭