• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১০:৪০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১০:৪০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অগ্নিকাণ্ড-ভূমিকম্পের ঝুঁকিতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা

৬ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪৭:৪৮

অগ্নিকাণ্ড-ভূমিকম্পের ঝুঁকিতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা

মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে প্রায়শঃ ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এছাড়া ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পৌরসভার দুই শতাধিক ভবন। মৃত্যু ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বসবাস করছে এসব এলাকার বাসিন্দারা। অপরিকল্পিত নগরায়েনের ফলেই এমন ঝুঁকির সৃষ্ট হয়েছে বলে জানিয়েছেন নগরবিদরা।

ভূমিকম্পের আশঙ্কায় চাঁদপুরের হাজীগঞ্জ শহরে জরিপ পরিচালনা করা হয় । চিহ্নিত করা হয় একাধিক ঝুঁকিপূর্ণ ভবনকে। ২০১২ সাল থেকে শুরু করে ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভা অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ এমন প্রায় দুইশতাধিক ভবন চিহ্নিত করা হয়।

ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এসব ভবনের বিরুদ্ধে পৌরসভার পক্ষ থেকে নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। ফলে যে কোন সময় বড় রকমের দূর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এসব ভবনের বাসিন্দারা।

এ বিষয়ে পৌরসভার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বক্তব্য নিতে চাইতে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

পৌরসভা বিধি মোতাবেক ১০ ফুট প্রশস্ত রাস্তা থাকলেই কেবল সংলগ্ন এলাকায় ৩ তলা ভবনের অনুমোদন দেয়া যাবে। কিন্তু প্রশাসনের নাকের ডগায়  হাজিগঞ্জ ডিগ্রী কলেজ রোডেই চলছে নিয়ম না মেনে ভবন নির্মাণ। সংকীর্ণ গলিতে এভাবে একের পর এক বহুতল ভবন নির্মাণের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে পুরো এলাকা।
 
অপরিকল্পিত এ নির্মাণ বন্ধে  প্রশাসনের সহায়তা চেয়েছেন স্থানীয়রা। ভূমিকম্প ও অগ্নিকান্ডের মতো ঘটনায় সারাদেশ কেঁপে উঠলেও টনক নড়েনি যথাযথ কর্তৃপক্ষের।

অন্যদিকে তদারকির অভাবে ভবন মালিকরার ঝুঁকির বিষয়টি মোটেই পাত্তা দিচ্ছেন না। তাই বড় ধরনের দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হাজীগঞ্জ পৌরসভাবাসী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩