মোহাম্মদ সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিস্তৃর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। যতদূরে চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এ সবুজই বলে দেয়, এটি গ্রাম বাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি এবং বোরো ধানের মাঠ। শেষ পর্যন্ত কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটেলে কৃষকরা এবার স্বপ্ন দেখছেন বাম্পার ফলনের।
জানা গেছে, চলতি বছরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৯১০০ হেক্টর জমিতে ইরি এবং বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮০টি , বিএডিসির ১১টি এবং ব্যক্তিগত ১৯৮টি বিদ্যুতচালিত নলকূপের মাধ্যমে ইরি এবং বোরো ধানের আবাদে সেচ প্রদান করা হচ্ছে। এছাড়া ডিজেল চালিত অগভীর ৯৫০টি মোটরের মাধ্যমেও সেচ প্রদান করা হচ্ছে।
অনুকূল আবহাওয়ায় সঠিক সময়ে সেচ ও পরিচর্যার কারণে উপজেলায় চলতি মৌসুমে ইরি ও বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর সঠিক সময়ে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার পৌঁছে দেওয়ার কারণে তারা মৌসুমের শুরুতেই ধান লাগানো শেষ করেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদেরকে বেশি করে উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় উৎপাদন লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধান চাষ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় শতকরা ২৫ ভাগ ধানের শীষ বের হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available