• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ রাত ০৯:২৭:৫১ (21-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ রাত ০৯:২৭:৫১ (21-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪:১৩

চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ও দুপুর উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সর্দার চৌমুহনী ও দুলার হাট চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অটোরিকশার অটোরিকশার চাপায় তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলেন মো. হামীম (৭) ও মোসা. মিনজু (১১)। নিহত শিশু মো. হামীম উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবু নুরুল্লাহর ছেলে। অপর নিহত মোসা. মিনজু উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. মঞ্জুর হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি অটোরিকশা সর্দার চৌমুহনীতে আসলে পেছন থেকে অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা ওই অটোরিকশাটিকে অতিক্রম করতে গেলে যাত্রীবাহী অটোরিকশাটি উল্টে যায়। এসময় মিনজু ওই রিকশার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পায়। পরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার দুপুর দেড়টার দিকে দুলার হাট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় শিশু হামীমের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে একটি অটোরিকশা চরফ্যাশনের দিকে আসছিলেন। এসময় শিশু হামীম একই সড়কের লতিফ মিয়ার দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির অটোরিকশাটি শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান
২১ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৩২:১২



চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪:১৩



২৫০ কৃষক পেলো ধানের চারাসহ কৃষি উপকরণ
২১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:৪০

সাগরে কুতুবদিয়ার ৪ ট্রলারে ডাকাতি
২১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:৩৩

অবশেষে ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ
২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৭:৪৭