• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৩:১৫ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৩:১৫ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলের এনজিও সেতু ভবনে হিসাব রক্ষকের রহস্যজনক মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৪৬:৫১

টাঙ্গাইলের এনজিও সেতু ভবনে হিসাব রক্ষকের রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বেসরকারি এনজিও সংস্থা সেতু ভবনে হাসান নামের এক শাখা হিসাব রক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

২০ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে তাকে হত্যার পর অসুস্থ ও হাসপাতালে রয়েছে বলে পরিবারকে খবর দেয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এর আগে ১৬ সেপ্টেম্বর সোমবার এনজিওর আঠারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসানসহ দুইজনকে কর্তৃপক্ষ আটক রাখে বলেও জানান তারা।

নিহত হাসান (৩৫) বেসরকারি এনজিও সংস্থা সেতুর জামালপুর শাখার হিসাব রক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। সে দীর্ঘ পাঁচ বছর যাবৎ এনজিও সেতুতে চাকুরি করে আসছেন।সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পুটিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে তিনি।

স্বজনরা অভিযোগ করে জানান, ১৬ সেপ্টেম্বর সোমবার সংস্থার ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে কর্তৃপক্ষ শাখা হিসাব রক্ষক হাসান ও এরিয়া ম্যানেজার লিটনকে ধরে এনে একটি বদ্ধ ঘরে আটকে রাখাসহ নির্যাতন চালায়। টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মীমাংসা জন্য তিনদিনের সময় নেন তারা। হঠাৎ শুক্রবার রাতে সংস্থা থেকে জানানো হয় হাসান অসুস্থ ও হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তীতে রাতেই টাঙ্গাইল সদর থানা থেকে জানানো হয় হাসান মৃত্যুবরণ করেছেন।

নিহতের মা সুফিয়া খাতুন বলেন, আমার ছেলে হাসান পাঁচ বছর যাবৎ এনজিওতে চাকুরি করে। ছয় মাস যাবৎ জামালপুর শাখার দুই কর্মী সাথে তার ঝামেলা চলছিল। সোমবার কর্তৃপক্ষ হাসানকে জামালপুর থেকে ধরে আনেন। এরপর তার মোবাইল কেরে নেয় ও তাকে আমাদের সাথে যোগাযোগ করতে দেয়া হয় না। খবর পেয়ে বুধবার আমরা হাসানকে দেখতে আসলে তার সাথে আমাদের কথা বলতে দেয়নি এবং আমাদের সামনেই তাকে বকাবকি করা হয়েছে। শুক্রবার রাত ১২টায় এনজিওর লোক আমাকে ফোন দিয়ে জানায় হাসান অসুস্থ ও হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তীতে রাতেই আবার থানার ডিউটি অফিসার ফোন দিয়ে জানায় আমার ছেলে হাসান মারা গেছে। আমার ছেলেকে উনারা হত্যা করেছেন। আমি সন্তান হত্যার বিচার দাবি করছি।

বেসরকারি এনজিও সংস্থা সেতুর নির্বাহী পরিচালক মির্জা শাহাদত হোসেন বলেন, হাসানের পরিবারের সাথে কথা বলা হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮