• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫৫:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫৫:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় প্রিয় নবীর শুভাগমন ঈদে আজম উপলক্ষে সমাবেশ

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:২৭:১৬

আখাউড়ায় প্রিয় নবীর শুভাগমন ঈদে আজম উপলক্ষে সমাবেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আল্লাহ তায়ালার রহমত হিসেবে দোজাহানের কল্যাণ ও মুক্তি সাধনায় প্রিয় নবীর মুহাম্মদ (সা:) শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন আখাউড়া শাখার উদ্যোগে শনিবার বিকালে আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে ঈদে আজম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ্ সূফি আহমদ শাহ মোর্শেদ। সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন আখাউড়া উপজেলা শাখার উপদেষ্টা হাজী সরকার কবির।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি রেজাউল কাওসার, বি-বাড়ীয়া জেলা শাখার শওকত মাহমুদ শাহীন, নিজাম উদ্দিন চিশতি, ওমর ফারুক, আশরাফুল হক সুমন, আজাদুর রহমান, আখাউড়া উপজেলা শাখার জামির হোসেন ভূইঁয়া, ইদ্রিস ভূঁইয়া, এডভোকেট রাফি উদ্দিন, ইউসূফ সরকার, ইঞ্জি. শরীফ মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, আল্লাহ তায়ালার রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রিয় নবী (সা:) শুভাগমন হয়। যা সবোর্চ্চ ঈদ, ঈদে আজম। বক্তারা আরও বলেন, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়ায়ও হয় না। সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। বক্তাগণ প্রাণাধিক প্রিয় নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩