কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ঐতিহ্যবাহী কালাই প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২০২৪-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন সভাপতি এবং দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিনিধি অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
২২ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
২৩ জন ভোটার সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যেখানে সেলিম সরোয়ার ও ডলার তালুকদার উভয়ে ১৪ ভোট করে পেয়ে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি তানবিরুল ইসলাম রিগান ও তাহরিম আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (১) আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক (২) রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (দৈনিক মুক্ত খবর), অর্থ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), দফতর সম্পাদক আসদুজ্জামান নয়ন (দৈনিক চাঁদনী বাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজির আহমেদ সাকিব (দৈনিক সরেজমিন), আইন সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রিন্স (দৈনিক প্রতিদিনের সংবাদ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন তালুকদার লিটন (দৈনিক ভোরের কথা)।
নির্বাহী সদস্যরা হলেন- এস.এম. আব্দুল্লাহ সউদ (দৈনিক কালের কণ্ঠ), সজিবুল ইসলাম পাভেল (দৈনিক রূপালী বাংলাদেশ) ও আবদুল বাতেন (দৈনিক মুক্ত বার্তা)।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণ চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার অন্যান্য কর্ম কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক এস.এম. আব্দুল্লাহ সউদ এবং কমিশনার হিসেবে ছিলেন মিজানুর রহমান ও আসদুজ্জামান নয়ন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যরা তাদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি দেন। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলেই সন্তোষ প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available