তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় চাইনিজ কুড়াল, ১টি লোহার হাতল বিশিষ্ট দেশীয় ব্লেড সদৃশ লম্বা ছুরি, ২টি দেশীয় কাঠের হাতল বিশিষ্ট বাঁকা ধারালো ছুরি, ১টি ধারালো হাসুয়া, দুটি টর্চলাইট, দুটি নাইলনের রশি ও ১টি পুরাতন লাল রঙের গামছা উদ্ধার করে ডিবি পুলিশ।
আটক ডাকাত সর্দার রুবেল হোসেন দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গ্রামের আশরাফ আলীর ছেলে। বর্তমানে রুবেল ডাকাতের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা বিচারাধিন রয়েছে। রুবেল ডাকাত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জাহিদুল ইসলাম (৩২) , সে দিনাজপুর সদরের চেহেরগাজী ইউনিয়নের উত্তর গোসাইপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তার বিরুদ্ধেও ডাকাতির একটি মামলা রয়েছে। রুবেল ডাকাত গ্রুপের সদস্য আনারুল ইসলাম (৪০) দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর বংশীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। সিয়াম হোসেন (২৪) দিনাজপুর সদরের ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। সজল ইসলাম (২৫), সে দিনাজপুর সদরের মেদ্দাপাড়ার গ্রামের রবিউল ইসলামের ছেলে।
৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোঃ শাহ্ ইফতেখার আহম্মেদ এ তথ্য জানান।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, দিনাজপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুনের পরিকল্পনায় ডিবি পুলিশ অফিসার ইনচার্জ ফারুকুল ইসলামের নেতৃত্বে গত বুধবার দিনগত রাতে কর্নাই কাটাপাড়া ব্র্যাক আটা পরিত্যক্ত পুলিশ বক্সের সামনে থেকে মহাসড়কের ওপর ডাকাতির প্রস্তুতি সময় তাদেরকে আটক করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available