স্টাফ রিপোর্টার, সাভার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেছেন, অতীতে আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করেছে, মানুষকে অত্যাচার করেছে, যারা হুমকি দিয়েছে, ভয়-ভীতি দেখিয়েছে তাদের ঠাঁই বিএনপিতে হবে না।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুল এন্ড ককেজ মাঠে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি এসময় বলেন, ইতোমধ্যেই খবর পেয়েছি, আওয়ামী লীগের যারা অনেক অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে, যারা হুমকি, ভয়-ভীতি দেখিয়েছে, অনেকে বলেছে এদের ভয়ে বিগত ১৫ বছর অস্থির ছিলাম, এরা দেখি এখন আস্তে আস্তে আপনার দলে মিশে যাইতেছে। তাহলে কি আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না? এই চাঁদাবাজি কি কোনদিন বন্ধ হবে না? আমরা কি গোপনে সারাজীবন চাঁদা দিয়ে যাবো? এদের থেকে বাঁচার কি কোনো বুদ্ধি নাই? হ্যাঁ বুদ্ধি আছে, আমরা লক্ষ রাখতেছি বিগত ১৫ বছর যারা অত্যাচার করছে, চাঁদাবাজি করছে, এরকম কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীকে আমাদের দলে ঠাঁই দেয়া হবে না।
এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আশুলিয়ার পাথালিয়া থেকে নিহত দুইজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় এ মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি লিংকন মাহামুদ হান্নান, আশুলিয়া থানা পূজা উৎযাপন কমিটির যুগ্ম-সম্পাদক দিলীপ দাস, পাথালিয়া ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ মাষ্টার, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available