নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, ‘বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে। এতে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available