• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:০০:৫৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:০০:৫৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:২৯:১৫

ইটনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত (দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা শাখার আমির হাফেজ আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ঠাকুর, পূজা উদযাপন পরিষদের সাধারণ কৌশিক দেবনাথ জয়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যরা।

এ সময় উপজেলা প্রশাসন এবং ইটনা আর্মি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো- প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিতে হবে, মন্দিরের সামনে প্রশাসনসহ জরুরি দপ্তরের মোবাইল নাম্বার পোস্টারে ছাপিয়ে দিতে হবে ও প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে দিতে হবে‌।

উল্লেখ্য, চলতি বছরে ইটনা উপজেলায় ৯টি ইউনিয়নে ২৯টা মন্দিরে সার্বজনীন দুর্গোৎসব পালিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:২২


বেঁচে ফির‌ব ব‌লে আশা ক‌রিনি: ওমর সা‌নিয়াত
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:৫৯