সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারের বকুলতলাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বীর আফিকুল ইসলাম সাদ চত্বর নামকরণ করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার সকালে বিএনপির মানিকগঞ্জ জেলা সভাপতি আফরোজা খান রিতার পক্ষে সাটুরিয়া উপজেলার সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন এ চত্বরের উদ্বোধন করেন।
চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন— সাটুরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান খান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, সাটুরিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম, দরগ্রাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাবুল হোসেনসহ সাটুরিয়া উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, , বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শহীদ সাদের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। ৫ আগস্ট আন্দোলনে অংশ নিয়ে ধামরাই হার্ডিজ্ঞ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সে মারা যায়। আমার মেধাবী ছেলেকে যারা গুলি করে মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে নিহত হন আফিকুল ইসলাম সাদ (১৬)। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available