• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে ক্রীড়া দিবস পালিত

৭ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:০৩:২৬

নাটোরে ক্রীড়া দিবস পালিত

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা ক্রীড়া সংস্থা এ  বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে তৈরি করা হবে স্মার্ট ক্রীড়াঙ্গন। এরই পদক্ষেপ হিসেবে দেশের প্রত্যেক উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্রীড়াঙ্গনে যোগ্য খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দক্ষ এবং প্রশিক্ষিত খেলোয়াড়ই বাংলাদেশের হয়ে সুনাম বয়ে আনবেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০