জাহিদুল ইসলাম অনিক, সাভার প্রতিনিধি: নোংরা পরিবেশে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন করায় সাভারের দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকার আল-মুসলিম লাচ্চা সেমাই কারখানায় এই অভিযান পরিচালিত হয়। একই সাথে অভিযান পরিচালিত হয় বনগাঁও ইউনিয়নের বেরাইত লেকসিটি হাউজিংয়ের নাসির ফুড কারখানায়।
অভিযানটি পরিচালনা করেন সাভার জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মধুমতি মডেল টাউনের আল-মুসলিম লাচ্চা সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন করে আসছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আল-মুসলিম লাচ্চা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
একই সাথে অভিযান পরিচালনা করা হয় সাভারের বনগাঁও ইউনিয়নের বেরাইত লেকসিটি হাউজিংয়ের নাসির ফুড কারখানায়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং মিশিয়ে সেমাই উৎপাদন করায় এ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে ৪৮০ কেজি সেমাই জব্দ করা হয়। পরে জব্দকৃত সেমাই ধ্বংস করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কেন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে না এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার এশিয়ান টিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘এই দুটি কারখানায় নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল। কারখানার কোন প্রকার বৈধ কাগজপত্র নেই। তাই তাদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করে একটি কারখানা সিলগালা করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available