কুমিল্লা প্রতিনিধি: ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সা.)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার জেলা সমন্বয়ক আবু রায়হানসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মোদী হিন্দুদের ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে মুলমানদের বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরছে। মোদী, বিজেপি ও তার অনুসারীরা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্মের অবমাননা করছে। এ ধরনের অপকর্ম ও দৃষ্টতা বাব বার দেখাতে থাকলে ভারতের অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে বলেও জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে মেইন গেইটে এসে কর্মসূচি শেষ করেন আয়োজকরা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available