কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার আসামী রাজবাড়ী সদরের সাবেক পৌর মেয়র মো. আলমগীর শেখ তিতুকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১০।
২৫ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলমগীর শেখ তিতু রাজবাড়ী সদর থানাধীন বেরাডাঙ্গা এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ মিডিয়া সেল থেকে জানানো হয়, ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজবাড়ী এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ঘটনায় আহত রাজিব মোল্লা ৩০ আগস্ট বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মো. আলমগীর হোসেন তিতুসহ ১৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তিতুসহ তার সহযোগীরা পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে আটক করা হয়েছে। রাতেই রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিতুকে রাজবাড়ীর ১নং আমলি আদালতে তোলা হলে বিচারক মো. সুমন হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available