গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা মহিউদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মহিউদ্দিন মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামের সিরাজ মাতবরের ছেলে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান মুছা (১১)। সে টঙ্গীর গোপালপুর এলাকায় পান্নু খানের ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত এবং ঐ এলাকার হলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন।
উপ পুলিশ কমিশনার জানান, শনিবার বিকালে ছেলে মুছাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান বাবা মহিউদ্দিন। কিছুক্ষণ পর রাজধানীর দিয়াবাড়ি এলাকার একটি কাঁশবনে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে তাকে গলাটিপে হত্যা করে কাঁশবনের ভেতরে মরদেহটি ফেলে বাসায় চলে আসেন তিনি। বাসায় ফিরে মুছা হারিয়ে গেছে বলে সবাইকে জানিয়ে দেয়। একপর্যায়ে মহিউদ্দিন বাসা ছেড়ে চলে যান ফরিদপুরে।
তিনি আরও জানান, শনিবার নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়রি করেন মুছার মা শরিফুন নেছা। তারপর থেকেই পুলিশের একটি দল শিশুটির সন্ধানে নামে। সন্ধানের এক পর্যায়ে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় কাশবনের ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসকল তথ্য স্বীকার করেছেন গ্রেফতার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available