• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে রয়েছে: জামায়াত

২৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:২৬:৩১

সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে রয়েছে: জামায়াত

রাঙামাটি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদের দোসররা সারা দেশে অনেক ডালপালা বিস্তার করেছে। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে রাঙামাটিতে বাছাইকৃত জামায়াত কর্মীদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, ঘাপটি মেরে থাকা এদের সবাই টেরিটরিতে এখনো রয়েছে। এরাই বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা ক্যু করার চেষ্টা করেছিলো। যেখান থেকে আর্মি চিফ ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়েছে সেখানেও প্রতিবিপ্লবের অপতৎপরতার চেষ্টা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা।

যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের শুরুতে জামায়াত আমীরের নাম প্রথম উচ্চারণ করেছেন, সেদিন থেকেই জামায়াতে ইসলামি নামক এই দলটির তার অতীতের সকল গ্লানি মুছে অন্যান্য এক উচ্চতায় মহান রব নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গির আলম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনসুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি অ্যাড. হারুনুর রসিদ, জেলা পৌর জামায়াতের আমির আব্দুস সালামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

দু দিনব্যাপী শিক্ষা শিবিরে দাওয়াতে মুমিন জীবনের মিশন, ইসলামি আন্দোলনের সাফল্যের শর্তাবলি, ইসলামি আন্দোলনে কর্মীদের ব্যবহারিক জীবন, বর্তমান সময়ে সংগঠন মজবুতীকরণ ও সম্প্রসারণে তৃণমূল নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, চরিত্র গঠনে মৌলিক উপাদান, ইসলামি আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, বাইয়াতের গুরুত্ব, পদ্ধতি ও প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫