• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ

২৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:২৬:২০

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে গালি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুতুবদিয়ার ছাত্র-জনতা। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা কুতুবদিয়ার কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন।

পরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে লামা বাজারে ফুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন। এসময় ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান ছাত্র-জনতা।

এসময় তারা ‘নারায়ে তাকবির’ আল্লাহু আকবর’ বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান। রাসূলের অপমান, সইবে নারে মুসলমান। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা। বিশ্বের মুসলিম, এক হও লড়াই করোসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. শাহাদত হোসাইন ভূট্টো, বড়ঘোপ আজম কলোনি জামে মসজিদের খতিব কুতুব উদ্দিন, ছাত্রদের পক্ষ থেকে এম. রিদুয়ানুজ্জামান হেলালি, শফিকুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রনেতা তারেক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫