শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজিপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানের হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার শ্যামনগর পৌরসভার সোনার মোড়ে সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের আয়োজনে শত শত ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দরবন ইসলামি মানবিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল আলিম ফারুকী, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান ও মাওলানা রবিউল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধ্যক্ষ আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, মো. হাফিজে মেকাইল, সাহিন, সামছুর হক ও মতিউর রহমান প্রমুখ।
আগস্ট মাসে রাসূল (সা.) -এর নামে ভারতে কটূক্তি করা শুধু ধর্মীয় কারণে নয়, নৈতিক দিক থেকেও গর্হিত ও তিরষ্কারমূলক কাজ উল্লেখ করে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদেরকে গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, রামগিরি মহারাজ রাসূল (সা.) -এর নামে জঘন্যতম কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০ টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে।
ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সা.) -এর বিরুদ্ধে কটূক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবী হজরত মুহাম্মদ (সা.) অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি। না হয় বিশ্বজুড়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available