রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালের মুজিবনগর এলাকায় সন্ত্রাসীদের মাছের ঘের লুটপাট, দখল ও ভাঙচুরের প্রতিবাদে ফয়লাহাট জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত নেতা গিয়াস উদ্দিন মোল্লা।
২৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার মুজিবনগর এলাকায় কুমারখালী মৌজায় আমরা ৭ জন কৃষক মিলে দীর্ঘদিন ধরে সমবায় ভিত্তিক ১২৬ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছি। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বাশতলী বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের শেখ আরিফের নেতৃত্বে ঘেরে থাকা পাহারাদারদের ভয়ভীতি ও মারপিট করে তাড়িয়ে ঘের দুটি দখল করে মাছ লুট করে। তাদের কবল থেকে ঘেরটি উদ্ধারের জন্য রামপাল থানায় ৩টি অভিযোগ করা হয়। থানার ওসি সোমেন দাশ তাদের ঘের থেকে সরে যেতে বললেও তারা ঘেরে থাকা মাছ লুট করে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমি বাকি ঘের মালিকদের থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘেরে থাকা মাছ কিনে নিই। গত ২৫ সেপ্টেম্বর মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজেদের ১০টি মোটর সাইকেল রেখে ঘেরে গেলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মোটর সাইকেলগুলো ভাংচুর করে এবং ঘেরে থাকা মাছ লুট করে। এতে আমার ২৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে বিএনপি নেতা শেখ আব্দুল্লাহ বলেন, আমি কারো ঘেরে যাইনি। ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ তার ভাগনেকে দিয়ে এমন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিচ্ছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজই এ বিষয়ে বৈঠক করেছেন। আপনারা বিষয়টি জেনে দেখুন। ওখানে আমাকে ও আরিফকে অহেতুক জড়ানো হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available