রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছে ৭নং বামনী ইউনিয়ন জামায়াত ইসলামি।
২৮ সেপ্টেম্বর শনিবার উপজেলার বামনী ইউনিয়নের বাংলা বাজার, কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসা ও বামনী খায়ের খাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। জামায়াত ইসলামি বামনী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মসূচিতে শুধু বানভাসিদের চিকিৎসা সেবা নয় দেওয়া হয়েছে বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধও।
বামনী ইউনিয়ন জামায়াতে ইসলামির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামির বামনী ইউনিয়নের আমির ও বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মঞ্জুর কবির (বিএসসি) ইউনিয়ন জামায়াতে ইসলামি সেক্রেটারি আলতাফ এবং ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিনসহ আরও অনেকে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে বামনী ইউনিয়ন জামায়াত ইসলামির আমির মঞ্জু কবির বলেন, বন্যা পরবর্তী সময়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা এই মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম করেছি। ইতোমধ্যে বামনী ইউনিয়নের ৩টি স্থানে প্রায় এক হাজার বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা দিয়েছি। আমরা শুরু থেকে বানভাসিদের খাদ্য সহায়তাও করেছি। বিভিন্ন সড়ক মেরামত করেছি।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামি বামনী ইউনিয়নের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও সকল দুর্যোগে পাশে থাকবে, ইনশাআল্লাহ।
বন্যা কবলিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন জামায়াত ইসলামি আয়োজিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা দিয়েছেন লক্ষ্মীপুরের কেয়ার স্পেশালাইজড হাসপাতাল, নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রায়পুর মা ও শিশু হাসপাতালের ডাক্তারগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available