মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যাদুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেছে মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও কৃষি উন্নয়ন সংগঠন পত্র পল্লব।
২৮ সেপ্টেম্বর শনিবার দুর্বার প্রাঙ্গনে স্থানীয় কৃষকদের মাঝে ধানের চারাগুলো বিতরণ করা হয়।
এর আগে ১ সেপ্টেম্বর সদস্যদের স্বেচ্ছাশ্রম ও স্থানীয় কৃষকদের সহযোগিতায় মীরসরাইয়ের মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের পঁচিশ শতক জমিতে বপন করা হয়েছিল বিআর-২২ জাতের ষাট কেজি আমন ধানের বীজ। বীজতলায় দীর্ঘ এক মাসের নিবিড় পরিচর্যায় চারাগুলো পরিণত হলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রিপন কুমার দাশ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। তারা বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে অবদান রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর। সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কৃষকদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের লক্ষ্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available