নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল দিঘিপাড়া এলাকায় একটি দিঘির পানিতে ডুবে হুজায়ফা নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু হুজায়ফা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এর আগে শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির উত্তর ভীমপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে পরে মাইশা আক্তার (৩) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাইশা আক্তার ওই গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে।
শিশু হুজায়ফার বাবা সাইফুল ইসলাম জানান, ছেলে হুজায়ফা পার্শ্ববর্তী একটি সরকারি দিঘির পাড়ে সমবয়সী ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে শিশু ফারজানা তার বাড়িতে ফিরে গেলে তার মা হুজায়ফার বিষয়ে জিজ্ঞেস করেন। এসময় ফারজানা তার মাকে দিঘির পাড়ে নিয়ে গেলে হুজায়ফাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তার চিৎকারে সবাই গিয়ে শিশু হুজায়ফাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মাইশা আক্তারের মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দাদি অসুস্থ অনুভব করায় রাত ৯টার সময় ওষুধ আনতে যান। এ সময় মাইশাও তার দাদির পেছনে পেছনে যায়। কিন্তু তার দাদি বুঝতে না পারায় তিনি আর মাইশার খেয়াল রাখতে পারেননি। ওষুধ নিয়ে বাসায় এসে জানতে পারেন, মাইশাও পেছনে পেছনে গিয়েছিল। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়িকে জানায়। পুলিশ রাত ১১টার সময় নিহত শিশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
মাইশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওহাটা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available