বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের সুইচগেট এলাকায় এঘটনা ঘটে।
আটকরা হলেন- চান্দিনা থানার বড় বরকইয়া এলাকার আব্দুর রউফের ছেলে কাউছার (৪০), বাঙ্গরা থানার টংকী এলাকার ফরচান মিয়ার ছেলে ফারুক মিয়া (৪৮), কোয়াতলী থানার বলরামপুর এলাকার লাকি মিয়ার ছেলে আল আমিন (২৪), কাশীনাথপুর এলাকার কোটবাড়ি থানা সদরের হান্নান হোসেনের ছেলে নুরুল হক বাপ্পী (২২) ও নবীনগর থানার খাগাতোয়া এলাকার সত্য রঞ্জন সরকারের ছেলে শ্রীধাম চন্দ্র সরকার(৩৮)। এদের মধ্যে গণপিটুনিতে গুরুতর আহত ফারুক এবং কাউছারকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহাড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের বটতলী এলাকায় বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোজাম্মেল হক একদল পুলিশ নিয়ে টহল দিচ্ছিলো। এসময় ছয়ফুল্লাকান্দি গ্রামের ব্যবসায়ী আউয়াল মেম্বারের কাছ থেকে টাকা লুট করে একদল ডাকাত কয়েকজনকে অপহরণ করে একটি পিকআপ দিয়ে পালিয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বটতলী বাজারে পিকাপটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু পিকাপটি না থামিয়ে বেপরোয়াভাবে একটি মটরসাইকেল ও কয়েকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে থাকে। এসময় তাতুয়াকান্দি গ্রামের সুইচগেট এলাকা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় এলাকাবাসী ৫ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে ফারুক এবং কাউছারকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহাড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র পাল বলেন, ছয়ফুল্লাকান্দি বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় ৫ ডাকাতকে আমরা আটক করেছি। এলাকাবাসী এদের গণপিটুনি দেয়। এদের মধ্যে দুজনের অবস্থা অবনতি হলে পুলিশ পাহাড়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রয়েছে। ব্যবসায়ী থানায় এসেছেন অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available