লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ের সাধারণ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছেন। তারাই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের আওতাধীন সাধারণ জনসাধারণের পাশে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।
২৯ সেপ্টেম্বর রোববার সকাল ১০ টায় লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে প্রান্তিক পর্যায়ের পাহাড়ি-বাঙালি অর্ধশত অসহায় পরিবারের মাঝে শান্তি সম্প্রীতি উন্নয়নের মূল ধারায় নগদ অর্থ, সেলাই মেশিন সহ,স্বাবলম্বী হওয়ার উপকরণ সহযোগিতা প্রদান করেন।
সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ। তারা বলেন, পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নাই।সুখে দুঃখে যেকোনো মুহূর্তে পাহাড়ের মানুষের সেবায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন।
সেবাগ্রহীতা রুপসী চাকমা বলেন, গহীন পাহাড়ে যেখানে আমাদের একজন পাহাড়ি অসুস্থ হলে সর্বপ্রথম সেনাবাহিনী আমাদের কাজে এগিয়ে আসে। অনেক সময় পাহাড়ে গিয়ে মেডিকেল ক্যাম্পেইন করে, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
এসময় জোনের উপ অধিনায়ক আহমদ ফারশাদ কবিরসহ অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available