নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা দারুল ফালাহ্ হামীদীয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর মিথ্যে সংবাদ প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন হামীদী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বললেন, ২৮ সেপ্টেম্বর শনিবার যুগান্তর পত্রিকায়, অনলাইনে ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে, শিক্ষকের সঙ্গে অনৈতিক কাজে জড়ানো শিরোনামে, আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক নিউজ প্রচার হয়েছে, তার কোনো সত্যতা নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, মূলত ঘটনা ঘটে আমার এক ছাত্র মো. ফয়সাল গত কয়েক দিন যাবত মাদ্রাসায় না আসায় ওস্তাদ হিসেবে শাসন করলে ছাত্রের পরিবার বিষয় টির প্রতিবাদ করে, এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ও ফয়সালের পরিবারসহ বসে বিষয়টি নিষ্পত্তি হয়।
কিন্তু একটি কু-চক্রিমহল ২০২৩ সালের একটি ছবি এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। যা আমি এবং আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে। আমি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।
এবিষয়ে ফয়সালের বাবা জসিম উদ্দিন মুঠোফোন বলেন, আমার ছেলেকে মাওলানা মিজাম উদ্দিন হামীদী বেধড়ক মারধর করে, আমরা এ-র প্রতিবাদ করলে গতকাল স্থানীয় গণ্যমান্য ভিত্তিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। তবে অনৈতিক কাজের বিষয়ে আমরা কিছুই জানি না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available