• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে কলেজ ছাত্রের চোখ উৎপাটনকারী আলমগীরকে কারাগারে প্রেরণ

৩০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৯:১৭

লালমনিরহাটে কলেজ ছাত্রের চোখ উৎপাটনকারী আলমগীরকে কারাগারে প্রেরণ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে কলেজ ছাত্রকে চোখ উৎপাটনকারী ভূমিদস্য আলমগীর হোসেন এর জামিন বাতিল করে জেলে পাঠিয়েছেন আদালত। ২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আবেদ আলী এ আদেশ দেন। এর আগে আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন।

কলেজছাত্রের চোখ উৎপাটনকারী আলমগীর হোসেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের সাদেক আলীর ছেলে।

একটি চোখ হারানো কলেজ ছাত্র আনিসুর রহমান বলেন, আমার একটি চোখ কেড়ে নেয়া হয়েছে, আমার অপরচোখটিও কেড়ে নেওয়ার হুমকি দিতেন আলমগীর ও তার লোকজন। আলমগীরের নেতৃত্বে গ্রামের একদল ভূমিদস্য জোরপূর্বক আমার জমি দখল করতে আসেন। তারা আমার মা বাবাকে মারধর করে আহত করেন। আমি বাবা মাকে রক্ষার চেষ্টা করলে আলমগীর ও তার লোকজন আমাকে পিটিয়ে আহত করে ধারালো ছুরি দিয়ে আমার একটি চোখ উৎপাটন করেন।

চোখ হারানো কলেজছাত্র আনিসুর রহমান পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মফিজুল ইসলাম ও আনজু আরা বেগমের ছেলে। তিনি পাটগ্রাম উপজেলার বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ নভেম্বর পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় কলেজ ছাত্রের চোখ উৎপাটনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ২১ নভেম্বর পাটগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশ চার্জশিট আদালতে দাখিল করেছে।

কলেজছাত্রের বাবা মফিজুল ইসলাম বলেন, তিনি ২০১৩ সালে ৯ শতাংশ জমি কিনে তাতে ফসল চাষ করে আসছিলেন। ভূমিদস্যুরা হঠাৎ করে জমির মালিকানা দাবি করে জমি দখল করে নেয়। আমি আইনি লড়াইয়ের মাধ্যমে হয়তো জমি ফিরে পাব কিন্তু আমার ছেলের চোখ আর ফিরে পাব না। তিনি বলেন। উচ্চ আদালত থেকে জামিনে থাকা আলমগীর হোসেন ও তার লোকজনের হুমকিতে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। আদালত আলমগীরের জামিন বাতিল করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। এখন আর আমাদের কেউ হুমকি দিবে না।

জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান জানান, জেলা ও দায়রা জজ আবিদ আলী কলেজ ছাত্রের চোখ উৎপাটনকারী ভূমিদস্যু আলমগীরের জামিন বাতিল করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চোখহারানো কলেজছাত্র ও পরিবার আদালত থেকে ন্যায় বিচার পাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫