সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ সিএনজি চালিত অটোরিকশা চোরকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। ২৯ সেপ্টেম্বর রোববার মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর ও মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটের খিল এলাকা থেকে তাদের ধরে পুলিশের হাতে তুলেদেন স্থানীয়রা।
আটকরা হলেন- উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটের খিল গ্রামের জসিম উদ্দীনের ছেলে মোহাম্মদ তারেক (২০), বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক (২৩), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২৩) ও মো. শহীদের ছেলে রবিউল হোসেন (১৯) এবং মান্দারীটোলা গ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে মো. সোহেল (৩০)।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের রুহুল আমিনের গ্যারেজ থেকে রাতের আঁধারে তিনটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। তিনি অটোরিকশা মালিকদের খবর দিলে তারা চতুর্দিকে খোঁজখবর নিতে শুরু করে। এক পর্যায়ে তারা নিশ্চিত হয় মুরাদপুর ইউনিয়নের ভাটের খিল গ্রামের তারেকের নেতৃত্বে একদল সংঘবদ্ধ চোরচক্র এ অটোরিকশাগুলো চুরির সঙ্গে জড়িত। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে ধরে গণধোলাই দেওয়া হয়। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন তাদের।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলার বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়ন থেকে পাঁচ সিএনজি চালিত অটোরিকশা চোরকে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িতর কথা স্বীকার করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available