হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির ৩য় ও ৪র্থ কিস্তির বরাদ্দ থেকে দিনাজপুরের হিলিতে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এসব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চেয়ারম্যান রুপলালসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, ১৫৮ জনের মধ্যে বাইসাইকেল ১০ জনকে, প্রাথমিক শিক্ষার্থী ১০০ জনের প্রত্যেকে ২৫০০ টাকা, ৩২ জন মাধ্যমিক শিক্ষার্থীকে প্রত্যেকে ৬০০০ টাকা, উচ্চ মাধ্যমিক ১৬ জনকে প্রত্যেকে ৯৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available