ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত ২ জন হলেন হালুয়াঘাট উপজেলার মোস্তফা (৬৫) এবং গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাছিমা (৩৫)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, নিহতদের মধ্যে মোস্তফা গত ২৩ সেপ্টেম্বর এবং নাছিমা গত ২৭ সেপ্টেম্বর মমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও বর্তমানে হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৬ জন পুরুষ, পাঁচজন নারী এবং একজন শিশু আছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ের মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ৩ হাজার ৭২০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available