চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলন ও পরিবহণের অপরাধে ১০ জনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
৮ এপ্রিল শনিবার ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে মহনপুর নৌ-পুলিশ।
মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলনের খবর পেলে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁনকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ ১০ জন আটক করি।
মো. মনিরুজ্জামান আরও জানান, আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available